ব্লগিং শব্দটার সাথে আমার পরিচয় যতদিনের, আমার ব্লগ লেখার বয়স তার চেয়ে ঢের কম। শুরু করেছিলাম ২০০৬ সালে, ওয়ার্ডপ্রেসে, সিরিয়ালকিলার নামের এক ব্লগে।এর আগে অবশ্য বিভিন্ন সময়ে ব্লগার্সে বিভিন্ন একাউন্ট খুলেছি, কিন্তু অনেক কারণে সেখানে ব্লগিং করা হয়ে উঠেনি। কাঁচাহাতের ইংরেজীতে লেখা সেই সিরিয়ালকিলার ব্লগ এখনো সশরীরে বর্তমান । এর দীর্ঘদিন পর বাংলা ব্লগিং এর উদ্দেশ্যে যোগ দেই সচলায়তনে। সেখান থেকেই বাংলা ব্লগিং এর প্রতি আসক্তি বাড়তে থাকে, আর তারই ফল হিসেবে এই ব্লগের জন্ম।
ইন্টারফেসটা সুন্দর হইছে…………ফ্রন্টগুলা আরেকটু বড় করা যায় নাকি দ্যাখ।
আমার ব্লগারে একটা ব্লগ পেজ আছে…………
আহামরি কিছু না। কিন্তু ভিসিট দিস। কবিতা ছাড়া কোন কিছূই নেই ওই ব্লগে।