আজকাল প্রায় সারাদিনই বাসায় বসে থাকি। পরীক্ষা ঈদের ছুটি আর নির্বাচনের পর কবে হবে তা এখনো অনিশ্চিত। অগ্যতা সারাদিন গান শোনা, বই পড়া আর আড্ডা মারা। দেখতে দেখতে শীতকালও চলে আসলো। রাতের বেলায় যখন আড্ডা থেকে বাসায় ফিরি, ঠাণ্ডায় শরীরের অনাবৃত অংশে অদ্ভুত একটা শিরশিরে অনুভূতি হয়। এদিকে দিনের বেলাতেও আকাশের মুখ কয়দিন ভার হয়ে আছে। ছাই রঙের আকাশের যেদিকেই তাকাই, শুধুই নিঃশব্দ বিষণ্ণতা।
Winter Blues বলে একটা শব্দ শুধু এতদিন শুনেই এসেছি, কখনো বুঝতে পারি নি, আমি নিজেও শীতকাল আসলে কিছুটা বিষণ্ণ হয়ে পড়ি। চারিদিকের সবকিছু কেমন যেন চেপে বসতে যায় আমার উপরে।
এখন সময় কাটে পিঙ্ক ফ্লয়েড কিংবা পোয়েটস অভ দ্য ফল শুনে…
মন্তব্য করুন