মাঝে মাঝে প্রতারক হয়ে উঠে সময়। নিষিদ্ধ ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আমাদের সবকিছুকে কঠিন করে তোলে। জীবনের তরঙ্গময়তার সুষমত্ব বলে কিছুই কখনো থাকে না। নিস্তরঙ্গ কালের অলস সময়টুকুর পর আমাদের জন্য বাঁচিয়ে রাখে যাবতীয় ঝঞ্ঝাকে। একের পর এক আঘাতে যখন আমরা রক্তাক্ত হই, হাতজোড় করে ভিক্ষা করি নিঃশ্বাস নেবার অবসরটুকু, তখনো সে থামে না। নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চায়, যখন অসহায়ভাবে আত্মসমর্পণকেই নিয়তি মেনে নেই, তখন যেন একটু অবসর মিলে। একটু বিশ্রামের পরই আবার ঢুকে পরি চিরন্তন লুপের মধ্যে। কন্সট্রাকশন, ডেস্ট্রাকশন… কন্সট্রাকশন, ডেস্ট্রাকশন…কন্সট্রাকশন, ডেস্ট্রাকশন…কন্সট্রাকশন, ডেস্ট্রাকশন…কন্সট্রাকশন, ডেস্ট্রাকশন…কন্সট্রাকশন, ডেস্ট্রাকশন…কন্সট্রাকশন, ডেস্ট্রাকশন…কন্সট্রাকশন, ডেস্ট্রাকশন… এভাবেই এগিয়ে চলি অনিশ্চিত অন্ধকার সরণী ধরে।
মন্তব্য করুন